আজকে আমি আপনাদের দেখাব কিভাবে লিনাক্স মিন্ট বা উবুন্তুতে বাংলা লিখবেন অভ্র দিয়ে। - -
প্রথম এ Synaptic Package Manager এ গিয়ে m17n-db এবং scim-m17n ডাউনলোড করে, ইন্সটল করে নিন।
তারপর নিচের লিঙ্কটি থেকে অভ্র ডেবিয়ান ভারশোনটা ডাউনলোড করে নিন -
http://scim-avro.googlecode.com/files/scim-avro_0.0.2-1ubuntu9.04_i386.deb
তারপর টারমিনাল ওপেন করে তাতে "im-switch -c" টাইপ করুন এবং এন্টার চাপুন।
এখন একটা উন্ডো অপেন হবে, ওখান থেকে SCIM সিলেক্ট করুন। তারপর লগ অউট হয়ে এবার লগিন হন। তাহলে দেখবেন আপনার টুলবার এ একটা কিবোরড মত ইকন।
এখন কোন word-processing program চালু করে ওই toolbar এর keyboard এর মত ইকন এ click করে Bengali - Avro Phonetic সিলেক্ট করুন। এখন type করলে দেখবেন বাংলা লেখা হচ্ছে।
কোন প্রব্লেম হলে নিচে comment করুন। জতোটুকু পারব সাহাজ্য করব।